ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে নতুন বছর ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌরশাখার সহ সভাপতি আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী তরুন সমাজসেবক মো.গোলাম মোস্তফা।
নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব গ্লানি।
মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে আসুন আমারা নতুন বছরকে স্বাগত জানাই।
নববর্ষ নতুন ভাবনায়, নতুন সাধনায় সামনে এগিয়ে চলার পথনির্দেশ করে ।
অতীতের সব ভুল-ভ্রান্তি ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল অন্ধকারকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আলোকিত ভবিষ্যতের দিকে। অতীতের সব ভুল-ভ্রান্তির চুলচেরা বিশ্লেষণ ও কঠোর আত্মসমালোচনার মাধ্যমে নিজ নিজ দায়বদ্ধতা স্বীকার করে ভবিষ্যতে চলার পথকে প্রশস্ত করা প্রয়োজন। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাসহ সব মানবতাবিরোধী চিন্তা-চেতনা পরিহার করা প্রয়োজন। যা কিছু অন্যায় ও অমঙ্গলকর, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত।’
সার্বিক ভাবে নতুন বছরে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে হবে। তাহলে বাংলাদেশ ২০২১ সালে আরো বেশি সাফল্য নিয়ে পদার্পণ করতে পারবে। ২০২১ সালটি সবার জন্য সুসংবাদ বয়ে আনুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা । ঘাটাইল পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে ইংরেজী নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌরশাখার সহ সভাপতি আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী তরুন সমাজসেবক মো.গোলাম মোস্তফা।
(ঘাটাইল টাইমস প্রতিনিধি)